Wednesday, May 08, 2013


.........    ITS A VOICE OF FORBIDDEN SOUL    ..........



তৈলাক্ত বাঁশ ও পরিশ্রমী বানরের গল্পটি আর সমাপ্তি পায় না।
আমরা ক্রমাগত উঠতে থাকি, উঠতে উঠতে পিছলে যাই।
আমাদের জন্মক্ষণ, আমাদের ধর্ম কোনো কিছু বেছে নেয়ার অধিকার নেই।
সার্টিফিকেটে জন্মতারিখ বসাচ্ছেন মূর্খ স্কুল শিক্ষক,
কোথায় শ্রম দেব সেই সিদ্ধান্ত নেয় মামা-কাকার দল,
কাকে বিয়ে করব কি করব না, সিদ্ধান্ত দিচ্ছেন রাশভারি অভিভাবক।

আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা,
তারা বলে দিচ্ছেন কোন পণ্য আমাদের প্রয়োজন, কোনটা দরকারি নয়।
রাষ্ট্র বলছে ভাতের বদলে আলু খেতে, কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে।

আমাদের কণ্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক।
আমরা ভাবতে শিখছি না, ভাবার ভান করছি ক্রমাগত।
বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই।
আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে,
পান খাওয়া দাত বের করে কেউ একজন বলে দিচ্ছেন আমরা কী ভাবব, আর কী ভাবব না ।

আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত,
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার,
আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং।

আশ্রয় ছিল আন্তর্জাল।
হায়, সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা।
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু কানের কাছে ক্রমাগত 'হাউস দ্যাট' চিৎকার করে যাচ্ছে মূর্খ ইতররা।
কেউ দরজায় আগল দিয়েছেন, কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন
কারাগারে।

এখনই উপযুক্ত সময় কিছু একটা করার।
এখনই তৈরি করতে হবে নিজের বাকভূম।
গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই, বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ
বাতাস।

আমারব্লগ.কম সেই প্রস্তুতি ও নিরীক্ষারই একটা পর্যায়।
এখানে কর্তৃপক্ষ বলে কিছু থাকছে না।
সাইটের জ্বালানি যারা আপাত: সরবরাহ করছেন তারা থাকবেন অন্ধ মূক ও বধির।
এখানে পূর্ব পরীক্ষা দিতে হয় না যোগ্যতার, মেধার, মননের।
ইগো দিয়ে ফুলানো আইনের বেলুন এখানে নাকের ডগায় ঝুলিয়ে রাখা হয় না নিরন্তর।

কথা হোক ইচ্ছেমতো।
যা বলা যায়, আর যায় না, সবই উঠে আসুক এখানে।
হোক প্রস্তাব, আলোচনা, তর্ক, বিতর্ক কিংবা গালাগালি।
নিজের পায়ে দাঁড়ান শক্ত হয়ে, অবস্থানকে রক্ষা করুন নিজ উদ্যোগে।
বাধা কিংবা সমর্থন

Post by khairul plabon 
me on Facebook   http://www.facebook.com/ikhairulplabon
  My current contact number is  +88-01683804644
If any problem do not hesitated to call me. THAT'S ALL

No comments:

Post a Comment

Thanks for comment