Saturday, April 27, 2013

I MISS YOU A LOT DEAR 


MD KHAIRUL ISLAM
01683804644
bhat282@gmail.com

আমি জানি কি করে শব্দ ছাড়া কান্না করা যায়,
কি করে লাল চোখ আড়াল করা যায়,
অশ্রু দিয়ে ভিজে যাওয়া বালিশ কি করে উল্টে দেওয়া যায়।
আমি এখন সুখে থাকার
অভিনয় করাটা শিখে ফেলেছি ...... :(
এই নিষ্ঠুর জগতে নিজেকে একজন অভিনেতা
হিসেবে প্রতিষ্ঠিত করাটাই সবচেয়ে ভাল ........




জীবনে চলার পথে মাঝে মাঝে গর্তে পড়া জরুরি । তাতে করে কারা কাজের সময় হাত বাড়ায় আর কারা কেবল মুখেই বলতে থাকে,কাজের সময় হাতটুকু বাড়ায় না তাদেরকে একদম আলাদা করা যায় । আমাদের চলার পথেএই দুই ধরনের লোকেরা একদম সমসত্ব দ্রবনের মতো আমাদের ঘিরে রাখে । তাদের আলাদা করার ঐ একটাই উপায় -গর্তেপড়ে যাওয়া ।

No comments:

Post a Comment

Thanks for comment