Saturday, April 27, 2013

তোমার জীবনের সব
থেকে ভালো সম্পর্ক হল,
কেউ তোমার মনের
কাছাকাছি আছে..
আর তুমি তার সাথে সব
কিছু শেয়ার করবে...!!♥
কিছু জিনিস খেয়াল করে দেখেছেন??
○ ভালবাসার মানুষ যত খারাপই হোক আপনারকাছে সে সব সময়ই ভালো.....
.
○ তার সাথে আপনার সম্পর্ক শেষহওয়ার পরও কেউ যদি তাকে নিয়ে খারাপ কোন মন্তব্য করে তখন আপনি খুব রেগে যান হয়তো কাউকে বুঝতেদেন না.....
.
○ আপনার বিপরীত লিঙ্গের কারো সাথে কথাবলার সময় খুজে বের করার চেষ্টা করেন তার সাথে আপনার ভালবাসার মানুষটার কি কি মিল আছে.....
.
○ হঠাৎ তার পছন্দের কোন জিনিসযদি আপনার সামনে পরে যায় আপনি চেষ্টা করলেও তারকথা মনে না করে থাকতে পারবেননা.....
.
○ তার সাথে যে জায়গা গুলোতে আপনি বসেথাকতেন ঐ জায়গা গুলোতে গেলে সব সময়সে জায়গাটাই বসার চেষ্টা করবেনযেখানে আপনার ভালবাসার মানুষবসতো.....
.
○ তার কাছ থেকে পাওয়া যে কোন জিনিস এখনও আপনার কাছে আছে যাআপনার পড়ার বই গুলোর চেয়ে ভাল অবস্থায় আছে..... (যদি ফেরত না দিয়ে থাকেন আর ফেলে না দিলে)
.
○ ঘুমাতে যাওয়ার আগে তাকে ভুলে হলেও একবার
মনে করেন.....

[ বিঃদ্র: কথা গুলো আপনার সাথে ঘটলে অথবা সত্য মনে হলে লাইক দিন]

No comments:

Post a Comment

Thanks for comment