Saturday, April 27, 2013

তোমার জীবনের সব
থেকে ভালো সম্পর্ক হল,
কেউ তোমার মনের
কাছাকাছি আছে..
আর তুমি তার সাথে সব
কিছু শেয়ার করবে...!!♥
কিছু জিনিস খেয়াল করে দেখেছেন??
○ ভালবাসার মানুষ যত খারাপই হোক আপনারকাছে সে সব সময়ই ভালো.....
.
○ তার সাথে আপনার সম্পর্ক শেষহওয়ার পরও কেউ যদি তাকে নিয়ে খারাপ কোন মন্তব্য করে তখন আপনি খুব রেগে যান হয়তো কাউকে বুঝতেদেন না.....
.
○ আপনার বিপরীত লিঙ্গের কারো সাথে কথাবলার সময় খুজে বের করার চেষ্টা করেন তার সাথে আপনার ভালবাসার মানুষটার কি কি মিল আছে.....
.
○ হঠাৎ তার পছন্দের কোন জিনিসযদি আপনার সামনে পরে যায় আপনি চেষ্টা করলেও তারকথা মনে না করে থাকতে পারবেননা.....
.
○ তার সাথে যে জায়গা গুলোতে আপনি বসেথাকতেন ঐ জায়গা গুলোতে গেলে সব সময়সে জায়গাটাই বসার চেষ্টা করবেনযেখানে আপনার ভালবাসার মানুষবসতো.....
.
○ তার কাছ থেকে পাওয়া যে কোন জিনিস এখনও আপনার কাছে আছে যাআপনার পড়ার বই গুলোর চেয়ে ভাল অবস্থায় আছে..... (যদি ফেরত না দিয়ে থাকেন আর ফেলে না দিলে)
.
○ ঘুমাতে যাওয়ার আগে তাকে ভুলে হলেও একবার
মনে করেন.....

[ বিঃদ্র: কথা গুলো আপনার সাথে ঘটলে অথবা সত্য মনে হলে লাইক দিন]

love you
 

i love miss you

 
পৃথিবীতে হাজারো মানুষের
মাঝে এমন একজন
মানুষ থাকে যাকে মন থেকে
কোন দিনও ভুলা যায় না..
হাজারো মানুষের মাঝে আপনার
মনে সে একটু আলাদা...!!
 Reality is first

Lost you long time ago
but miss u so much still now


যদি কাউ কে তোমার
ভালো লাগে তবে
থাকে ভালবাসার কথা
জানাতে বেশি সময়
নিওনা..কারণ হয়ত একদিন
তুমি সময় পাবে,কিন্তূ
ভালবাসার মানুষ টিকে পাবেনা...!!♥
I MISS YOU A LOT DEAR 


MD KHAIRUL ISLAM
01683804644
bhat282@gmail.com

আমি জানি কি করে শব্দ ছাড়া কান্না করা যায়,
কি করে লাল চোখ আড়াল করা যায়,
অশ্রু দিয়ে ভিজে যাওয়া বালিশ কি করে উল্টে দেওয়া যায়।
আমি এখন সুখে থাকার
অভিনয় করাটা শিখে ফেলেছি ...... :(
এই নিষ্ঠুর জগতে নিজেকে একজন অভিনেতা
হিসেবে প্রতিষ্ঠিত করাটাই সবচেয়ে ভাল ........




জীবনে চলার পথে মাঝে মাঝে গর্তে পড়া জরুরি । তাতে করে কারা কাজের সময় হাত বাড়ায় আর কারা কেবল মুখেই বলতে থাকে,কাজের সময় হাতটুকু বাড়ায় না তাদেরকে একদম আলাদা করা যায় । আমাদের চলার পথেএই দুই ধরনের লোকেরা একদম সমসত্ব দ্রবনের মতো আমাদের ঘিরে রাখে । তাদের আলাদা করার ঐ একটাই উপায় -গর্তেপড়ে যাওয়া ।