Saturday, July 06, 2013

চিৎকার করে বলি, ভালবাসি ভালবাসি ভালবাসি…

কখনো কখনো ভালবাসতে খুব ভাল লাগে…
কেউ একজনকে ভাবতে খুব ভাল লাগে…
যখন ভালবাসার মানুষটাও ভালবাসে,
তখন ইচ্ছে করে, মন খারাপের
দিনগুলোকে
ছুটি দিয়ে দিই_____
কাউকে সারাদিন ভালবাসি,
আর চিৎকার করে বলি,
ভালবাসি ভালবাসি ভালবাসি…

No comments:

Post a Comment

Thanks for comment